{►Call us ANYTIME►|Contact Us Toll Free|Call NOW►} {Get the type of Home Insurance you NEED @ the Lowest Price Possible|Find the Best Home Insurance for you and your family regardless of credit history|Too many ways to save BIG on Home Insurance ...|Immediate Quote for the Lowest Rate Home Insurance in 2011|Now Available - a Better way to Save on your Home Insurance}{ (►► Poor to Excellent Credit History ALL WELCOME !)|Bad Credit - No Problem|All Types of Credit Histories WELCOME|Don't worry about your Credit History, We have a plan for ALL}
{Are You Interested in Cheaper Home Insurance|Can Cheaper Home Insurance help with Your Budget?|Do you need cheaper Home Insurance for the coverage you want?|Looking for Cheaper Liabiliaty Home Insurance Coverage?|Cheaper Home Insurance than you have now PLUS the deductible you want?|Never Fear Earthquakes, GET the Home Insurance you need for the Lowest Price Possible|Are you prepared for disaster? Floods? Hurricanes? Don't you think it's time to get better Home Insurance?|Bad Credit History? No problem...Find Affordable Home Insurance with great coverage NOW|Single Family Home to Condominum you can find Cheap Home Insurance TODAY|Searching for Brick Home Insurance?}
{Could your current rates be too expensive?$$$$ !?!?!?
|You may be paying too much now???$$$|Are you spending too much money on home insurance now?|How much is too much to pay for home insurance? Do you even know?|Find out why people who don't use this Home Insurance pay 2-3x's MORE every month$$$!!|You may be paying too much money NOW for your insurance|Are you paying too much for your home insurance now?}
If you use {Deadbolt Locks|Central Air Conditioning|a 2 car Garage|Circuit Breakers instead of a Fuse Box|a Fuse Box instead of Circuit Breakers|a security system} you may qualify for even more benefits from your Home Insurance!!
{Don't let a MAJOR Accident catch you off guard|Are you prepared for a Major Disaster????|Sometime surprises don't have to be devistating if you are prepared for them|Are you prepared for an Accident?|How many times have you heard of someone not being prepared for Disaster$$$!!!$!!|Are you ready for the UNKNOWN? !!$!}
{Find the best quotes from the Top Rated Carriers!! |You can have Top Rated Insurance Carriers give you a PREMIUM Quote right now|Save on Home Insurance and receive an Instant Quote}
{Everything you need all in one place!|All your Insurance needs right here!!!|You will not lose any more sleep because our Insurance Carriers have everything that you could ever need right here for you!!}
{Auto /| Home /| Life /| Business /| Commercial / |Health / |Flood /| Earthquake /| Condo / |Renters / |Landlord / |RV / | Liability/} {Business /| Commercial / |Health / |Flood /| Earthquake /| Condo / |Renters / |Landlord / |RV / | Liability/| Auto /| Home /| Life /|}{Life /| Home /| Business /| Commercial / |Health / |Flood /| Earthquake /| Condo / |Renters / |Landlord / |RV / | Liability |Auto/}{Commercial / |Health / |Flood /| Earthquake /| Condo / |Renters / |Landlord / |RV / | Liability/|Auto /| Home /| Life /| Business / }{Health / |Flood /| Earthquake /| Condo / |Renters / |Landlord / |RV / | Liability /|Auto /| Home /| Life /| Business /| Commercial /}{Flood /| Earthquake /| Condo / |Renters / |Landlord / |RV / | Liability |/Auto /| Home /| Life /| Business /| Commercial / |Health/}{Earthquake /| Condo / |Renters / |Landlord / |RV / | Liability }{Condo / |Renters / |Landlord / |RV / | Liability /| Auto /| Home /| Life /| Business /| Commercial / |Health / |Flood /| Earthquake /|}
{Head on Over to | Visit us at|Take A Look At|Check Out} http://xrl.us/homeinsurance0
Monday, February 28, 2011
Thursday, February 10, 2011
সাশ্রয়ী বাতি বিপর্যয় ডেকে আনবে!
সরকারের বিনামূল্যে বিতরণ করা কয়েক কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি দেশজুড়ে ব্যাপক পারদ দূষণের কারণ হয়ে উঠতে পারে। এর ফলে খাদ্যচক্র ও জলজ জীবনচক্রে নেমে আসতে পারে বিপর্যয়।
পরীক্ষামূলক সম্প্রচারে থাকা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। সপ্তাহখানেকের মধ্যে পুরোদমে সম্প্রচারে আসবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারের পরে সঠিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত বা সংরক্ষণ করা না হলে কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (সিএফএল) নামে পরিচিত এই বাতিতে ব্যবহৃত পারদ মারাত্মক পরিবেশ দূষণ ঘটাতে পারে। এই পারদ মাটি ও পানির সঙ্গে মিশে জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
মাটিতে মেশা পারদ উৎপাদিত ফসলের মাধ্যমে দীর্ঘদিন পরেও মানুষের দেহে প্রবেশ করতে পারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকার এরই মধ্যে বিনামূল্যে তিন কোটি সিএফএল বাতি বিতরণ করেছে। আরো ৫ কোটি বাতি বিতরণের অপেক্ষায় রয়েছে।
আর এ কর্মসূচি চালানো হচ্ছে নষ্ট বা বাতিল হয়ে যাওয়া বাতি সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের বিষয়টি মাথায় না রেখেই।
স¤প্রতি প্রণিত সরকারের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালাতেও সিএফএল বাতি থেকে নিঃসরিত পারদের ঝুঁকির বিষয়ে কিছু বলা হয়নি।
সরকারি কর্মসূচির বাইরে ব্যক্তিগত পর্যায়ে আরো অন্তত ১০ লাখ বাতি দেশজুড়ে ব্যবহৃত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সরকারি ভাষ্য অনুযায়ী, ৮ কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ৮৬০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, যা প্রতিদিন দেশে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় এক চতুর্থাংশ।
তবে এসব বাতি ব্যবহারের পর যখন ফেলে দেওয়া হবে, তখন ২ লাখ ৪০ হাজার গ্রাম পারদ যুক্ত হবে পরিবেশের সঙ্গে। এই দূষণের গুরুত্ব অনুধাবন করে উন্নত বিশ্বের বহু দেশে পারদ বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার বিষয়ে আইন করা হয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, সরকারের পরিবেশ অধিদপ্তর সিএফএল বাতি বিষয়ক ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন বলে দাবি করলেও বাতিল বাতি সংগ্রহ করে সেগুলোর নিরাপদ ব্যবস্থপনার বিষয়ে নীতিমালা তৈরির বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে জানিয়েছে অধিদপ্তর তারা।
বাস্তুবিজ্ঞানী ড. হোসেন শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেছেন, পারদ দূষণের কারণে øায়ু বৈকল্য, খিঁচুনি, এমনকি পক্ষাঘাতের মতো রোগের শিকার হতে পারে লাখ লাখ মানুষ।
প্রতিবেদনে আরো বলা হয়, সিএফএল বাতি ব্যবহারকারী অধিকাংশ মানুষ বাতিল হয়ে যাওয়া বাতিগুলো নিজেদের বাড়ির আশেপাশেই ফেলছে। এর ঝুঁকি সম্পর্কে তাদের সচেতন করতে তেমন কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না।
পরীক্ষামূলক সম্প্রচারে থাকা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। সপ্তাহখানেকের মধ্যে পুরোদমে সম্প্রচারে আসবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারের পরে সঠিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত বা সংরক্ষণ করা না হলে কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (সিএফএল) নামে পরিচিত এই বাতিতে ব্যবহৃত পারদ মারাত্মক পরিবেশ দূষণ ঘটাতে পারে। এই পারদ মাটি ও পানির সঙ্গে মিশে জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
মাটিতে মেশা পারদ উৎপাদিত ফসলের মাধ্যমে দীর্ঘদিন পরেও মানুষের দেহে প্রবেশ করতে পারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকার এরই মধ্যে বিনামূল্যে তিন কোটি সিএফএল বাতি বিতরণ করেছে। আরো ৫ কোটি বাতি বিতরণের অপেক্ষায় রয়েছে।
আর এ কর্মসূচি চালানো হচ্ছে নষ্ট বা বাতিল হয়ে যাওয়া বাতি সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের বিষয়টি মাথায় না রেখেই।
স¤প্রতি প্রণিত সরকারের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালাতেও সিএফএল বাতি থেকে নিঃসরিত পারদের ঝুঁকির বিষয়ে কিছু বলা হয়নি।
সরকারি কর্মসূচির বাইরে ব্যক্তিগত পর্যায়ে আরো অন্তত ১০ লাখ বাতি দেশজুড়ে ব্যবহৃত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সরকারি ভাষ্য অনুযায়ী, ৮ কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ৮৬০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, যা প্রতিদিন দেশে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় এক চতুর্থাংশ।
তবে এসব বাতি ব্যবহারের পর যখন ফেলে দেওয়া হবে, তখন ২ লাখ ৪০ হাজার গ্রাম পারদ যুক্ত হবে পরিবেশের সঙ্গে। এই দূষণের গুরুত্ব অনুধাবন করে উন্নত বিশ্বের বহু দেশে পারদ বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার বিষয়ে আইন করা হয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, সরকারের পরিবেশ অধিদপ্তর সিএফএল বাতি বিষয়ক ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন বলে দাবি করলেও বাতিল বাতি সংগ্রহ করে সেগুলোর নিরাপদ ব্যবস্থপনার বিষয়ে নীতিমালা তৈরির বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে জানিয়েছে অধিদপ্তর তারা।
বাস্তুবিজ্ঞানী ড. হোসেন শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেছেন, পারদ দূষণের কারণে øায়ু বৈকল্য, খিঁচুনি, এমনকি পক্ষাঘাতের মতো রোগের শিকার হতে পারে লাখ লাখ মানুষ।
প্রতিবেদনে আরো বলা হয়, সিএফএল বাতি ব্যবহারকারী অধিকাংশ মানুষ বাতিল হয়ে যাওয়া বাতিগুলো নিজেদের বাড়ির আশেপাশেই ফেলছে। এর ঝুঁকি সম্পর্কে তাদের সচেতন করতে তেমন কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না।
শুরু হচ্ছে সিটিজেন জার্নালিজম নির্ভর প্রথম ব্লগ
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে সিটিজেন জার্নালিজমের ধারণা নিয়ে ব্লগ সাইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ব্যবস্থাপনায় শুক্রবার বিকেল ৪টায় বইমেলায় এ সাইটের উদ্বোধন হবে।
ব্লগ সাইটটির ঠিকানা http://blog.bdnews24.com.
প্রকাশিতব্য এ ব্লগ সাইটটির সূত্রে জানানো হয়েছে, চিঠির বদলে ই-মেইল, সামাজিক সম্পর্ক স্থাপনের জন্য ফেসবুক, স্বদেশ ও বিশ্বের খোঁজখবরের জন্য ব্লগ এখন জীবন্ত এবং দিন দিন আরো বিকাশমান।
নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে। এছাড়া ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসের সঙ্গে যৌথভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্লগ ও সিটিজেন মিডিয়া কথোপকথন তুলে ধরবে।
অন্য সব ফিচারের সঙ্গে এখানে মোবাইল থেকে ছবি আপলোড বা ধারণকৃত ভিডিও এবং অডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনার প্রকাশ করার ব্যবস্থা থাকছে।
ব্লগটির সহ-সম্পাদক আইরিন সুলতানা বলেন, "সিটিজেন জার্নালিজম ধারণাটি সারা বিশ্বেই দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং এখন বাংলা ব্লগসাইটগুলোতে এর চাহিদাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ফলে সিটিজেন জার্নালিজম নির্ভর একটি পূর্ণাঙ্গ ব্লগসাইটের প্রয়োজনীয়তা এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে।"
বইমেলার লিটলম্যাগ চত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর স্টলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্লগসাইটটি আত্মপ্রকাশ করবে।
ব্লগ সাইটটির ঠিকানা http://blog.bdnews24.com.
প্রকাশিতব্য এ ব্লগ সাইটটির সূত্রে জানানো হয়েছে, চিঠির বদলে ই-মেইল, সামাজিক সম্পর্ক স্থাপনের জন্য ফেসবুক, স্বদেশ ও বিশ্বের খোঁজখবরের জন্য ব্লগ এখন জীবন্ত এবং দিন দিন আরো বিকাশমান।
নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে। এছাড়া ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসের সঙ্গে যৌথভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্লগ ও সিটিজেন মিডিয়া কথোপকথন তুলে ধরবে।
অন্য সব ফিচারের সঙ্গে এখানে মোবাইল থেকে ছবি আপলোড বা ধারণকৃত ভিডিও এবং অডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনার প্রকাশ করার ব্যবস্থা থাকছে।
ব্লগটির সহ-সম্পাদক আইরিন সুলতানা বলেন, "সিটিজেন জার্নালিজম ধারণাটি সারা বিশ্বেই দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং এখন বাংলা ব্লগসাইটগুলোতে এর চাহিদাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ফলে সিটিজেন জার্নালিজম নির্ভর একটি পূর্ণাঙ্গ ব্লগসাইটের প্রয়োজনীয়তা এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে।"
বইমেলার লিটলম্যাগ চত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর স্টলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্লগসাইটটি আত্মপ্রকাশ করবে।
Tuesday, February 01, 2011
বাই বাই 'ক্যাপস লক'
কি বোর্ডের বাম পাশে থাকা ‘ক্যাপস লক কি’ এবারে সম্ভবত হারিয়েই যাচ্ছে। ক্যাপস লকের স্থান দখল করে সেখানে বসছে আরেকটি নতুন কি। ক্যাপস লকের ব্যবহার তুলে দেবার এই ব্যবস্থা করেছে সার্চ জায়ান্ট গুগল। জানা গেছে, গুগলের তৈরি ক্রোম ওএস-এ চলা ল্যাপটপে ক্যাপস লকের ব্যবহার বন্ধ করে দেয়া হচ্ছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগলের ক্রোম ল্যাপটপে ক্যাপস লক কি উঠিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। এই কি টির পরিবর্তে সেখানে বসছে ‘সার্চ’ কি। এই সার্চ কি ওয়েব ব্রাউজারের জন্য ব্যবহার করা হবে।
কিবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান লজিটেক-এর কান্ট্রি ম্যানেজার সুব্রত বিশ্বাস জানিয়েছেন, ‘কি বোর্ডে ক্যাপস লক না থাকলে সেটি কেউ মিস করবে না। আর এই ক্যাপস লক অতীতের বয়ে চলা কোনো পুরাকীর্তির মতোই। এটা প্রয়োজনীয় যে কোনো ‘কি‘ দিয়েই পাল্টে ফেলা যেতে পারে।
সুব্রত বিশ্বাস আরো জানিয়েছেন, এখন ক্যাপস লক ব্যবহার করা হয় খুব কম। ক্যাপস লক ব্যবহারের পরিবর্তে অনেকেই এখন ‘শিফট কি’ ব্যবহার করেন।
ক্যাপস লকের ইতিহাস বেশ পুরোনো। প্রতিবছর অক্টোবর মাসের ২২ তারিখ ‘আন্তর্জাতিক ক্যাপস লক ডে’ পালন করা হয়। এদিন প্রযুক্তিপ্রেমীরা সবকিছুই ইংরেজিতে ক্যাপিটাল লেটার ব্যবহার করে লেখেন।
২০০৬ সালে পিটার হিনজেন নামের একজন বিশেষজ্ঞ ক্যাপস লক ছাড়াই কিবোর্ড তৈরির উদ্যোগ গ্রহণ করেন।
বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগলের ক্রোম ল্যাপটপে ক্যাপস লক কি উঠিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। এই কি টির পরিবর্তে সেখানে বসছে ‘সার্চ’ কি। এই সার্চ কি ওয়েব ব্রাউজারের জন্য ব্যবহার করা হবে।
কিবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান লজিটেক-এর কান্ট্রি ম্যানেজার সুব্রত বিশ্বাস জানিয়েছেন, ‘কি বোর্ডে ক্যাপস লক না থাকলে সেটি কেউ মিস করবে না। আর এই ক্যাপস লক অতীতের বয়ে চলা কোনো পুরাকীর্তির মতোই। এটা প্রয়োজনীয় যে কোনো ‘কি‘ দিয়েই পাল্টে ফেলা যেতে পারে।
সুব্রত বিশ্বাস আরো জানিয়েছেন, এখন ক্যাপস লক ব্যবহার করা হয় খুব কম। ক্যাপস লক ব্যবহারের পরিবর্তে অনেকেই এখন ‘শিফট কি’ ব্যবহার করেন।
ক্যাপস লকের ইতিহাস বেশ পুরোনো। প্রতিবছর অক্টোবর মাসের ২২ তারিখ ‘আন্তর্জাতিক ক্যাপস লক ডে’ পালন করা হয়। এদিন প্রযুক্তিপ্রেমীরা সবকিছুই ইংরেজিতে ক্যাপিটাল লেটার ব্যবহার করে লেখেন।
২০০৬ সালে পিটার হিনজেন নামের একজন বিশেষজ্ঞ ক্যাপস লক ছাড়াই কিবোর্ড তৈরির উদ্যোগ গ্রহণ করেন।
গণিত সমাধানে সাবানের ফেনা
সাবানের ফেনা এবং এর মিহি জাল শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাইকেই অভিভূত করে, কিন্তু এর সাহায্যে গণিতের অনেক জটিল সমস্যাও সমাধান করা সম্ভব! সম্প্রতি মালাগা বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক গবেষণায় এর প্রমাণ পেয়েছেন। খবর সাইন্স ডেইলির।
এ ব্যাপারে মালাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ক্রিয়াডো বলেছেন, সাবানের ফেনার সাহায্যে আমরা পদার্থবিজ্ঞানের অনেক পরিবর্তনশীল গাণিতিক সমস্যা সমাধান করতে পেরেছি। এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি আমেরিকান জার্নাল অফ ফিজিক্স-এ ছাপা হয়েছে।
সাবানের ফেনা সব সময় এমন আকার নেয় যাতে এর স্থিতিস্থাপক শক্তি ন্যূনতম অবস্থায় থাকে। আর এই কারণেই সাবানের ফেনার আকার সব সময় পরিবর্তনশীল আদর্শ ক্যালকুলাসে অবস্থান করে। বিজ্ঞানীরা এখন এমন একটি ফাংশন-এর খোঁজ করছেন যার কারণে সাবানের ফেনা নিদিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকে।
ক্রিয়াডো’র মতে গণিতের পরিবর্তনশীল সমস্যা সমাধানের অন্য আরও অনেক উপায় থাকলেও এই পদ্ধতির মাধ্যমে সাবানের ফেনার জ্যামিতিক নানা আকৃতি ব্যাবহার করে অনেক আনন্দের সঙ্গে শিক্ষাও লাভ করা যায়।
এ ব্যাপারে মালাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ক্রিয়াডো বলেছেন, সাবানের ফেনার সাহায্যে আমরা পদার্থবিজ্ঞানের অনেক পরিবর্তনশীল গাণিতিক সমস্যা সমাধান করতে পেরেছি। এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি আমেরিকান জার্নাল অফ ফিজিক্স-এ ছাপা হয়েছে।
সাবানের ফেনা সব সময় এমন আকার নেয় যাতে এর স্থিতিস্থাপক শক্তি ন্যূনতম অবস্থায় থাকে। আর এই কারণেই সাবানের ফেনার আকার সব সময় পরিবর্তনশীল আদর্শ ক্যালকুলাসে অবস্থান করে। বিজ্ঞানীরা এখন এমন একটি ফাংশন-এর খোঁজ করছেন যার কারণে সাবানের ফেনা নিদিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকে।
ক্রিয়াডো’র মতে গণিতের পরিবর্তনশীল সমস্যা সমাধানের অন্য আরও অনেক উপায় থাকলেও এই পদ্ধতির মাধ্যমে সাবানের ফেনার জ্যামিতিক নানা আকৃতি ব্যাবহার করে অনেক আনন্দের সঙ্গে শিক্ষাও লাভ করা যায়।
ব্যক্তিগত তথ্য নিয়ে বাণিজ্যে ফেসবুক!
সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক তাদের আয়ের উৎসের তালিকায় নতুন একটি ফন্দি যোগ করছে বলে গুজব ছড়িয়েছে। জানা গেছে, ফেসবুক পেজের ডান পাশে স্পনসর্ড লিংক নামে যে বিজ্ঞাপনগুলো থাকে, সেখানে ইউজারদের অনেক তথ্য, ছবির অ্যালবাম, স্ট্যাটাস ইত্যাদিও পণ্য হিসেবে থাকবে। আর এই তথ্যগুলো বিক্রি করা হবে বিজ্ঞাপনদাতাদের কাছে। এরপর এগুলো নিয়ে ব্যবসা করার সুযোগটি কাজে লাগাবেন বিজ্ঞাপনদাতারা। খবর, টাইমস অফ ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ফেসবুকে কোনো বন্ধুর পোস্টে লাইক দিলে তা ওই ইউজারের বন্ধুদের পেইজে স্থান পায়। এভাবে বেশি সংখ্যক লাইক পাওয়া পোস্টগুলোই ফেসবুকের টার্গেট। পোস্টের ভীড়ে বেশি জনপ্রিয় পোস্টগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য এই ফিচারটি চালু করা হচ্ছে আর ইউজাররাও এটি এড়ানোর কোনো সুযোগ পাচ্ছেন না। এর জন্য নতুন কিছু প্রাইভেসি সেটিংস দেয়া হলেও তা বড়জোর নির্দিষ্ট কিছু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ থাকছে।
আশংকা করা হচ্ছে, ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাদের তথ্য বিক্রি করাটা ফেসবুকের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাড়াতে পারে। বিষেশজ্ঞরা এর ব্যাপক সমালোচনা করছেন। ফেসবুক ইউজারদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়ার আশংকাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ফেসবুকে কোনো বন্ধুর পোস্টে লাইক দিলে তা ওই ইউজারের বন্ধুদের পেইজে স্থান পায়। এভাবে বেশি সংখ্যক লাইক পাওয়া পোস্টগুলোই ফেসবুকের টার্গেট। পোস্টের ভীড়ে বেশি জনপ্রিয় পোস্টগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য এই ফিচারটি চালু করা হচ্ছে আর ইউজাররাও এটি এড়ানোর কোনো সুযোগ পাচ্ছেন না। এর জন্য নতুন কিছু প্রাইভেসি সেটিংস দেয়া হলেও তা বড়জোর নির্দিষ্ট কিছু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ থাকছে।
আশংকা করা হচ্ছে, ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাদের তথ্য বিক্রি করাটা ফেসবুকের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাড়াতে পারে। বিষেশজ্ঞরা এর ব্যাপক সমালোচনা করছেন। ফেসবুক ইউজারদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়ার আশংকাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নতুন চেহারায় ফেসবুক
সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক-এ নতুন ফিচার যুক্ত হবার ফলে খানিকটা চেহারা পাল্টেছে সাইটটি। নতুন এই ফেসলিফটে ছবিসহ বন্ধুদের রিয়েল লাইভ আকারে দেখা যাবে। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছবি শেয়ারসহ সোশ্যাল নেটওয়ার্কিং ‘আরও সহজ করতেই’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ফেসবুকের নতুন ফেসলিফটে বায়োগ্রাফি নামে একটি অংশ আছে। এই অংশে কে কোথা থেকে অনলাইনে আছে সেটি ছাড়াও তার সর্বশেষ ট্যাগ করা ছবিটিও দেখা যাবে। এই ফেসলিফটের আগে যে কোনো ছবিতে বন্ধুদের পেতে হলে আলাদাভাবে ট্যাগ করতে হতো, যা এখন বায়োগ্রাফি অপশনের মাধ্যমে পাওয়া যাবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক নতুন নকশায় সাজানো হলেও প্রাইভেসি বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গুগলের ছবি দেখার সফটওয়্যার পিকাসার মাধ্যমে যে সুবিধা পাওয়া যায়, প্রায় একই ধরনের সুবিধাও ফেসবুকের এ বৈশিষ্ট্যের মাধ্যমে পাওয়া সম্ভব হবে। এছাড়াও ওয়াল পোস্ট, লিংকস ও ছবি পোস্টের ক্ষেত্রে বন্ধুদের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিংও বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ফেসবুকের নতুন ফেসলিফটে বায়োগ্রাফি নামে একটি অংশ আছে। এই অংশে কে কোথা থেকে অনলাইনে আছে সেটি ছাড়াও তার সর্বশেষ ট্যাগ করা ছবিটিও দেখা যাবে। এই ফেসলিফটের আগে যে কোনো ছবিতে বন্ধুদের পেতে হলে আলাদাভাবে ট্যাগ করতে হতো, যা এখন বায়োগ্রাফি অপশনের মাধ্যমে পাওয়া যাবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক নতুন নকশায় সাজানো হলেও প্রাইভেসি বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গুগলের ছবি দেখার সফটওয়্যার পিকাসার মাধ্যমে যে সুবিধা পাওয়া যায়, প্রায় একই ধরনের সুবিধাও ফেসবুকের এ বৈশিষ্ট্যের মাধ্যমে পাওয়া সম্ভব হবে। এছাড়াও ওয়াল পোস্ট, লিংকস ও ছবি পোস্টের ক্ষেত্রে বন্ধুদের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিংও বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।
Subscribe to:
Posts (Atom)