সাবানের ফেনা এবং এর মিহি জাল শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাইকেই অভিভূত করে, কিন্তু এর সাহায্যে গণিতের অনেক জটিল সমস্যাও সমাধান করা সম্ভব! সম্প্রতি মালাগা বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক গবেষণায় এর প্রমাণ পেয়েছেন। খবর সাইন্স ডেইলির।
এ ব্যাপারে মালাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ক্রিয়াডো বলেছেন, সাবানের ফেনার সাহায্যে আমরা পদার্থবিজ্ঞানের অনেক পরিবর্তনশীল গাণিতিক সমস্যা সমাধান করতে পেরেছি। এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি আমেরিকান জার্নাল অফ ফিজিক্স-এ ছাপা হয়েছে।
সাবানের ফেনা সব সময় এমন আকার নেয় যাতে এর স্থিতিস্থাপক শক্তি ন্যূনতম অবস্থায় থাকে। আর এই কারণেই সাবানের ফেনার আকার সব সময় পরিবর্তনশীল আদর্শ ক্যালকুলাসে অবস্থান করে। বিজ্ঞানীরা এখন এমন একটি ফাংশন-এর খোঁজ করছেন যার কারণে সাবানের ফেনা নিদিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকে।
ক্রিয়াডো’র মতে গণিতের পরিবর্তনশীল সমস্যা সমাধানের অন্য আরও অনেক উপায় থাকলেও এই পদ্ধতির মাধ্যমে সাবানের ফেনার জ্যামিতিক নানা আকৃতি ব্যাবহার করে অনেক আনন্দের সঙ্গে শিক্ষাও লাভ করা যায়।
এ ব্যাপারে মালাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ক্রিয়াডো বলেছেন, সাবানের ফেনার সাহায্যে আমরা পদার্থবিজ্ঞানের অনেক পরিবর্তনশীল গাণিতিক সমস্যা সমাধান করতে পেরেছি। এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি আমেরিকান জার্নাল অফ ফিজিক্স-এ ছাপা হয়েছে।
সাবানের ফেনা সব সময় এমন আকার নেয় যাতে এর স্থিতিস্থাপক শক্তি ন্যূনতম অবস্থায় থাকে। আর এই কারণেই সাবানের ফেনার আকার সব সময় পরিবর্তনশীল আদর্শ ক্যালকুলাসে অবস্থান করে। বিজ্ঞানীরা এখন এমন একটি ফাংশন-এর খোঁজ করছেন যার কারণে সাবানের ফেনা নিদিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকে।
ক্রিয়াডো’র মতে গণিতের পরিবর্তনশীল সমস্যা সমাধানের অন্য আরও অনেক উপায় থাকলেও এই পদ্ধতির মাধ্যমে সাবানের ফেনার জ্যামিতিক নানা আকৃতি ব্যাবহার করে অনেক আনন্দের সঙ্গে শিক্ষাও লাভ করা যায়।
No comments:
Post a Comment