Monday, January 10, 2011

আইপ্যাডের নতুন সংস্করণ আসছে

আইপ্যাডের নতুন সংস্করণ আসছে আইপ্যাড ট্যাবলেট কম্পিউটারের নতুন সংস্করণ 'আইপ্যাড-২' বাজারে আনছে অ্যাপল।
কন্টেস্ট শেয়ারিং ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা কেভিন রোজ জানান, 'আগামী তিন-চার সপ্তাহের মধ্যে আইপ্যাড-২ বাজারে ছাড়া হবে বিক্রির জন্য।' আইপ্যাড-২-এ রয়েছে উন্নতমানের রেটিনা ডিসপ্লে, ভিডিও চ্যাটের জন্য সামনে ও পেছনে উভয় দিকেই ক্যামেরা এবং মিনি ইউএসবি পোর্ট। গত মাসে প্রযুক্তিবাজারে অ্যাপলের নেঙ্ট জেনারেশন আইপ্যাড আসার যে গুজব রটেছিল, ধারণা করা হচ্ছে আইপ্যাড-২ হবে তাদের সেই নতুন প্রজন্মের ট্যাবলেট কম্পিউটার। তবে নতুন সংস্করণের এ ট্যাবলেট কম্পিউটার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি অ্যাপল কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Total Pageviews