Monday, January 10, 2011

বন্ধ হচ্ছে না ফেইসবুক

এ বছরই বন্ধ হয়ে যাবে ফেইসবুক_ওয়েববিশ্বে ছড়িয়ে পড়া এ গুজবকে ভিত্তিহীন বলে জানিয়েছে ফেইসবুক। কিছুদিন ধরে ফেইসবুক ও টুইটারে ছড়িয়ে পড়ে ফেইসবুক বন্ধের গুজব। ফেইসবুকের প্রধান নির্বাহী জুকারবার্গ কিছুদিন আগে সংবাদ সম্মেলনে জানান, দ্রুত ব্যবহারকারী বৃদ্ধির কারণে ফেইসবুক ব্যবস্থাপনা ক্রমান্বয়ে জটিল হয়ে পড়ছে। প্রায় ৫০ কোটি ফেইসবুক ব্যবহারকারীর পাশাপাশি প্রতিনিয়ত নতুন সদস্য যোগ হওয়ায় ফেইসবুক পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। এ চাপ ফেইসবুক কর্তৃপক্ষের জন্য সামাল দিয়ে ওঠা সহজ নয়।
জুকারবার্গের এ মন্তব্যের পর থেকেই গুজব রটে, ১৫ মার্চ থেকেই বন্ধ হয়ে যাবে ফেইসবুক। সারা বিশ্বের ফেইসবুক ব্যবহারকারীদের অনেকেই এ গুজবকে সত্য বলে মনে করার পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে গুজবকে অস্বীকার করল ফেইসবুক।

No comments:

Post a Comment

Total Pageviews