Tuesday, February 01, 2011

নতুন চেহারায় ফেসবুক

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক-এ নতুন ফিচার যুক্ত হবার ফলে খানিকটা চেহারা পাল্টেছে সাইটটি। নতুন এই ফেসলিফটে ছবিসহ বন্ধুদের রিয়েল লাইভ আকারে দেখা যাবে। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছবি শেয়ারসহ সোশ্যাল নেটওয়ার্কিং ‘আরও সহজ করতেই’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ফেসবুকের নতুন ফেসলিফটে বায়োগ্রাফি নামে একটি অংশ আছে। এই অংশে কে কোথা থেকে অনলাইনে আছে সেটি ছাড়াও তার সর্বশেষ ট্যাগ করা ছবিটিও দেখা যাবে। এই ফেসলিফটের আগে যে কোনো ছবিতে বন্ধুদের পেতে হলে আলাদাভাবে ট্যাগ করতে হতো, যা এখন বায়োগ্রাফি অপশনের মাধ্যমে পাওয়া যাবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক নতুন নকশায় সাজানো হলেও প্রাইভেসি বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গুগলের ছবি দেখার সফটওয়্যার পিকাসার মাধ্যমে যে সুবিধা পাওয়া যায়, প্রায় একই ধরনের সুবিধাও ফেসবুকের এ বৈশিষ্ট্যের মাধ্যমে পাওয়া সম্ভব হবে। এছাড়াও ওয়াল পোস্ট, লিংকস ও ছবি পোস্টের ক্ষেত্রে বন্ধুদের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিংও বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।

No comments:

Post a Comment

Total Pageviews